তারাগঞ্জে আনন্দমুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

তারাগঞ্জে আনন্দমুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত।

রংপুর প্রতিনিধি

শরীফ মেহেদী হাসান

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীবৃন্দ আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গত শনিবার উপজেলার প্রধান প্রধান সড়কে র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমবায় কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা। উক্ত অনুষ্ঠানে উপজেলা সমবায়ীদের উপস্থিতি সহ অত্র উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন পেশাশ্রেনীর মানূষ উপস্থিত ছিলেন।

Check Also

মধুখালীতে পল্লী প্রাণী চিকিৎসক সংগঠনে সভাপতি আকরাম সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত

মধুখালীতে পল্লী প্রাণী চিকিৎসক সংগঠনে সভাপতি আকরাম সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত মেহেদী হোসেন পলাশ  ফরিদপুরের …