মধুখালীতে ভুমিহীনদের মাঝে ঘরসহ জমি প্রদান

শাহজাহান হেলাল,মধুখালী : সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যাক্রমের উদ্বোধন করা হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন পরবর্তী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম জমি ও গৃহহীন উপকার ভোগিদের মাঝে জমির দলিল ও চাবী বুঝিয়ে দেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামিম আরা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, ভাইসচেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। মধুখালী উপজেলাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মধুখালী পৌর সভার দাউলিয়াপাড়ায় -১২টি ,কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামে ৪টি এবং কোরকদি ইউনিয়নের চরবাশপুর গ্রামে ২৪টি। ৩য় পর্যায়ে ২য় ধাপে ৪০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ বুঝিয়ে দেওয়া হলো। ২৬ এপ্রিল ২০২২খ্রিঃ ৩য় পর্যায়ে ১ম ধাপে ৬০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ বুঝিয়ে দেওয়া হয়েছিল।