ফরিদপুরে পিস্তল গুলি সহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে অবৈধ পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মোস্তফা সেক (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা একটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার)। সংবাদ সম্মেলনে বলা হয় মঙ্গলবার (২ আগস্ট) দিনগত রাত ১ টার দিকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে আব্দুস সালাম শেখ এর পুত্র মোস্তফা শেখ(২২) কে, কোতোয়ালি থানার উপ পরিদর্শক এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে ০১টি অবৈধ পিস্তল ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়। এছাড়া গত মাসের (৩০ জুলাই) শনিবার মোবাইল ফোন নিয়ে তর্কের জের ধরে ফরিদপুরে বন্ধুর ছুরিকাঘাতে মো. আকাশ (২০) নামে এক যুবক খুন হওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া মোস্তফা সেখের সংশ্লিষ্টতা রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করে পুলিশ। উল্লেখিত যুবককে ফরিদপুর সদর থানায় গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানা যায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিলসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও ফরিদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।