মহামারী করোনাভাইরাস দেশে বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউনে কোন লোক খাদ্য সঙ্কটে না পড়ে। তাদের খোঁজ নিয়ে পাশে দাঁড়াতে দেখা গেছে ফরিদপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ এর।বৃহস্পতিবার ফরিদপুর শহরে তাদের একটি মোটরসাইকেলে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন ফরিদপুর শহরে কেউ যদি খাদ্য সঙ্কটে পড়ে তাহলে অবশ্যই জেলা ছাত্রলীগ তাদের পাশে দাঁড়াবে এবং তারা সবসময় করোনাকালীন মানুষের পাশে দাঁড়াতে চায়।
লকডাউনে মানুষের সেবায় ফরিদপুর জেলা ছাত্রলীগ।
