করোনাভাইরাস এর জন্য সরকার যখন কঠোর লকডাউন ঘোষণা করেছে তখন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার, চরনওপাড়ায় অবস্থিত রাজ্জাক জুটমিল ইন্ডাস্ট্রিজ অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ালেন রাজ্জাক জুটমিল ইন্ডাস্ট্রিজ
বৃহস্পতিবার সকালে প্রায় ৪০০০ শ্রমিকদের মাঝে ২৫ কেজি করে চাউল বিতরণ করেন রাজ্জাক জুটমিলের কর্মকর্তারা। চাউল বিতরণে উপস্থিত ছিলেন রাজ্জাক জুটমিল ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক , জনাব আবুল বাশার খান।উপস্থিত ছিলেন রাজ্জাক জুটমিলের পরিচালক জনাব মোঃ জিয়াউর রহমান খান,রাজ্জাক জুট মিলের সিনিয়র কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা।চাউল বিতরণ অনুষ্ঠানে রাজ্জাক জুট মিল ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল বাশার খান চন্দনা ২৪ কে বলেন,
সরকার যখন কঠোর লকডাউন ঘোষণা করেছে তখন কোনো শ্রমিক যেনো খাদ্য সংকটে না থাকে তখন আমি সিনিয়র কমকর্তা দের সাথে আলোচনা করে আজ প্রত্যেক শ্রমিক এর মাঝে ২৫ কেজি করে চাউল দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই কর্মসূচি অব্যাহত থাকবে।এবং প্রত্যেক শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হলো।রাজ্জাক জুট মিলের পরিচালক জিয়াউর রহমান খান চন্দনা ২৪কে বলেন,
আমরা সব সময় চিন্তা ভাবনা করি যেন শ্রমিকরা ভালো ভাবে জীবন যাপন করবে, এজন্য আমরা আজ এই চাউল বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে।আমি আহ্বান করি সমাজের বিত্তশালীরা এই লকডাউন মাঝে যেন সকল শ্রমিকদের পাশে থাকে এবং সমাজের সকল গরিব লোকদের সহযোগিতা করে।