যুগ্ম সচিব ও উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা নেতৃত্বে আলুর বাজার মনিটরিং।

 

প্রতিনিধি মোঃ শরিফ মেহেদী হাসান

ভোক্তাদের কাছে পণ্যের মূল্য বিক্রি নিশ্চিত করার জন্য গত কাল ২৫/১০/২০২৩ সন্ধ্যা ৬-৮টা পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের সন্মানিত যুগ্নসচিব স্যারের নেতৃত্বে তারাগঞ্জ উপজেলার কোল্ডস্টোরেজ গুলো মনিটরিং করা হয়,,এসময় একটি কোল্ড স্টোরেজে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আলু বিক্রি করার সময় ৪৫ বস্তা আলু আটক করা হয়। আটককৃত ৪৫ বস্তা আলু তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন পাইকারের কাছে সরকার নির্ধারিত ২৭টা কেজি দরে বিক্রি করা হয় এবং বিক্রিত অর্থ আলুর মালিককে প্রদান করা হয় । উপজেলা প্রশাসনের এবং ভোক্তা অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত হয়ে পাইকারদের কাছে বিক্রিত আলুগুলো আগামীকাল সকাল ১১ টা থেকে তারাগঞ্জ বাজারের গরুর হাটের পাশে ৩৫ টাকা দরে সাধারণ মানুষের কাছে বিক্রি নিশ্চিত করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি আলু কিনতে পারবেন,এ সময় একজন আলু চাষী বলেন কমপক্ষে সাতদিনে একদিন এ ধরনের মনিটরিং করা উচিত,
তাহলে হামাক আর বেশি দামে আলু কিংবার লাগবে না।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব, তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি অফিসার, কৃষি বিপণন অধিদপ্তর, রংপুরের প্রতিনিধিসহ ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় এবং জেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং তারাগঞ্জ থানা পুলিশ।
জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে আশ্বাস দেয় উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।