নিজস্ব প্রতিনিধি (ফরিদপুর) মধুখালী।
#ফরিদপুরে গরু চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।গত বুধবার সন্ধ্যায় মেগচামী ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ আজাদ খান (৩৫) পিতা, মোজাম খান,গ্রামঃ চর মেগচামী, লিটন রায় (৩৪) পিতাঃ প্রিয়দেব রায় গ্রামঃ মেগচামী, মধুখালী, ফরিদপুর। সূত্রে জানা যায় মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কালিনগর গ্রামে গত ১১ আগষ্ট দিবাগত রাতে প্রতিবন্ধী প্রেম কুমার মন্ডল,(৪২)পিতা নবদীপ মন্ডল, সাং মেগচামী কালিনগর,মধুখালি ফরিদপুরের বাড়িতে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
মামলার তদন্ত কারি কর্মকর্তা নাজিম উদ্দিন বলে,আসামিদের গতকাল আদালতে প্রেরণ করেছি, আজ রিমান্ড চাইব। উক্ত আসামিদের বিরুদ্ধে ২০২০ সালের একটা চুরির মামলা আছে মামলা নাম্বার ৬, এদিকে গরু চুরির আসামি গ্রেপ্তারের ঘটনায় এলাকায় খুশির জোয়ার বইছে। এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে অন্যান্য আসামি গ্রেপ্তার করতে হবে এবং প্রতিবন্ধী প্রেম কুমারের গরু তিনটি ফিরিয়ে দেওয়ার ব্যাবস্থা করতে হবে।