মধুখালী, ফরিদপুর প্রতিনিধিঃ

গরবো দেশ মুজিব বর্ষে মৎস্য বাংলাদেশ”,“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি”। প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

অদ্য ২৯ আগষ্ট রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শিরীন শারমিন খানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা দেবব্রত বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল। মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন সফল মৎস্য চাষী (পাবদা) মো. আকরামুজ্জামান, নিখিল বিশ্বাস ও নাজমুল হাসান মুকুল।

আলোচনা পরবর্তী সফল ৩ জন মৎস্য চাষীকে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীর পুরস্কার দেওয়া হয়। উপজেলার শ্রেষ্ঠ মৎস্য পুরস্কার প্রাপ্ত চাষীরা হলেন মো. আকরামুজ্জামান, নাজমুল হাসান মুকুল ও নিখিল বিশ্বাস । পুরস্কার বিতরন পরবর্তী উপজেলা কমপাউন্ডে অবস্থিত উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তরণ করা হয় । জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কার্যক্রম চলবে ৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ পর্যন্ত।