রংপুরের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত।।

শহিদুল ইসলাম তারাগঞ্জ রংপুর,

হেলভেটাস সুইস ইন্টার কো অপারেশন বাংলাদেশ এর সহায়তায় রংপুর ও গাইবান্ধা জেলায় বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি প্রতিষ্ঠানিকীকরণ
এইচ, এল,পি কার্যক্রম বাস্তবায়ন করছে। হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন বাস্তবায়ন সহযোগী হিসেবে এইচ এল পি এর উদ্দেশ্য গুলি অর্জনে কাজ করছে এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে রংপুর জেলার প্রতিটি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা কর্মশালা ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং ভালো শিখন গুলি চিহ্নিত করা হয়েছে।
উক্ত উপজেলা কর্মশালা হতে প্রাপ্ত ভালো শিখন সমুহ হতে উল্লেখযোগ্য ভালো শিখন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সীমিত সংখ্যক ইউপি প্রতিনিধিদের নিয়ে গতকাল সকাল ১১ ঘটিকায় সয়াযর ইউনিয়ন পরিষদের মাধ্যমে অর্জিত ভালো শিখন সমূহ পরিদর্শনের জন্য হেলভেটাস প্রতিনিধি শাহরিয়ার পারভেজ এর নেতৃত্বে সয়ার ইউনিয়ন পরিষদে গমন করে এবং সেখানকার অর্জিত শিখন গুলির মধ্যে অন্যতম শিখন হচ্ছে ২৫ জন মহিলাকে এল জিএস পির টাকায় বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা, যা পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে। আরো শিখুন গুলির মধ্যে ইউনিয়ন পরিষদের নিজস্ব টাকায় গরিব-দুকি অসহায় মানুষের কবরস্থানের জন্য ৫০ শতক জমি ক্রয় করা হয়।
আরো উল্লেখযোগ্য শিখন হচ্ছে সয়ার ইউনিয়নের নিজস্ব এ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা যা প্রশংসার দাবি রাখে, উক্ত বিষয়গুলো পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিব মহোদয়গণ এবং একজন করে মহিলা সদস্য।
গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বেসরকারি উন্নয়ন সংগঠন প্রয়াসের চেয়ারম্যান ও চন্দনা নিউজ ২৪ এর তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি জনাব মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন,
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন হেলভেটস সুইস ইন্টার কোঅপারেশন কন্টিনেন্টাল অফিসার জনাব শাহরিয়ার পারভেজ।
আলোচনায় কিভাবে সয়ার ইউনিয়ন পরিষদ ভালো কাজ অর্জন করেছে তার বিস্তারিত বর্ণনা দেন সয়ার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আল ইবাইত হোসেন পাইলট,
সভায় কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক বলেন আমরা এই শিখন সমূহ আমাদের ইউনিয়নে কাজে লাগাবো আশা করি আমার ইউনিয়নবাসীএর দ্বারা উপকৃত হবে,
ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন আমার ইউনিয়নে যেহেতু কোন অ্যাম্বুলেন্স নেই আমি অতি দ্রুত একটি অ্যাম্বুলেন্স কেনার ব্যবস্থা করব যাতে আমার ইউনিয়নবাসী এই সেবাটি পায়।
সভায় প্রতিটি ইউনিয়নের নিজস্ব আয় বৃদ্ধির উপর বিস্তারিত আলোচনা হয় এবং এ বছরেই তা কাজে লাগানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন চেয়ারম্যান ও সচিবগণ ।