মাদকদ্রব্য ফেন্সিডেল সহ আটক-(০২)
আবীর খান মেহেরপুরঃ
মেহেরপুরের গাংনী থানা পুলিশের আওতাধীন ভবানীপুর পুলিশ ক্যাম্পের এক মাদক বিরোধী অভিযানে(১৪/৭/২২)বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৃত মুনাজ্জেল শেখের ছেলে(ময়নাল শেখ(২৭) এবং ঐ উপজেলার(মোহাঃমতিয়ার রহমান)এর ছেলে(মোহাঃমেহেদী হাসান (২৩) কে(৭৫) বোতল ফেন্সিডেল সহ গ্রেফতার করা হয়েছে।
ভবানীপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, কাজিপুর ব্রীজ বাজার হতে বেতবাড়িয়া হয়ে বামন্দী অভিমুখে মোটরসাইকেল যোগে ফেন্সিডেল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্প ইনচার্জ (এসআই)মোহাঃজহির রায়হান, (এএসআই)মোহাঃশরিফ কালাম)ও সঙ্গীয় ফোর্স উপজেলার রামনগর বাজার থেকে ৭৫ বোতল ফেন্সিডেল সহ(০২)মাদক পাচারকারী কে আটক করে এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল টি জব্দ করা হয়।
আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হবে।