বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চন্দনা২৪

“সমন্বিত উদ্যোগে টেকসই, উন্নত বিশ্ব বিনির্মাণে মান” এ স্লোগানকে কেন্দ্র করে বিশ্ব মান দিবস পালিত হয়েছে ।

এ উপলক্ষে

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার দুপুর ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মো: আব্দুল জলিল, সরকারী ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ফজলুল হক খাঁন, সিভিল সার্জন সাজেদা বেগম, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ,

বিএসটিআই’র উপ-পরিচালক এস এম তালাত মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মান নিয়ন্ত্রণে সতর্ক থাকতে প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের প্রতি আহ্ববান জানানো হয়।

অনুষ্ঠানে ‌প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন পেট্রোল পাম্পের তেল-গ্যাস মাপে পরিমাণ ঠিকমত দিচ্ছে কিনা তার তদারকি করতে বলেন। যে যে উৎপাদিত পন্যের অনুমোদন দেওয়া হয়েছে বা হবে তার নমুনা দেয়ার সময় ও নিয়মিত উৎপাদনে সঠিক মান আছে কিনা তার ও তদারকি করতে বলেন।

এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী বৃন্দ এবং বিএসটিআইয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

দুর্গা পূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি

 দুর্গা পূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি ‌ নিজস্ব প্রতিনিধি  শারদীয় দুর্গা …