বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি 
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) মতবিনিময় সভা এবং বিজেপিতে যোগদান অনুষ্ঠান গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়।
এতে চর মাধব দিয়া ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিজেপিতে যোগদান করেন।
এর আগে বিজেপির জেলা কমিটির সভাপতি আরিফুর রহিম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান রুবেল রিজভী আহমেদ রুবেল, শরিফুল ইসলাম সোহান, আরিফুজ্জামান প্রিন্স, মোঃ শরীফ হোসেন, চর মাধবদীয়া ইউনিয়ন বিজেপির বিজেপির সভাপতি মোঃ খায়ের খান সাধারণ সম্পাদক মোঃ সাহিদ বিজেপি নেতা ডাক্তার এনামুল হক মোঃ সুজাত মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বিজেপির চেয়ারম্যান ‌ আন্দালিব রহমান পার্থর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এবং ফরিদপুরে বিজেপির ‌ কর্মকাণ্ডে ‌ গতি আনার জন্য এবং সংগঠন শক্তিশালী করত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে মোঃ খায়ের খানকে সভাপতি ‌ এবং মোহাম্মদ সাহিদ কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি আগামী দিনে বিজেপির কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় ‌ এ সময় প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মী বিজেপিতে যোগদান করেন।

Check Also

কামারখালী ইউনিয়নে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

কামারখালী ইউনিয়নের ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত চন্দনা২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কামারখালী ইউনিয়ন শাখার কর্মী সভা …