পাবনার, আতাইকুলাতে বিষধর সাপের বাচ্চা উদ্ধার।

পাবনা প্রতিনিধি :

৯ই জুলাই, পাবনার আতাইকুলা থানার গয়েশবাড়ি এলাকার একটি বসতবাড়িতে অনেকগুলি সাপের বাচ্চা দেখতে পেয়ে, আতংকিত হয়ে পড়ে বাড়ির লোকজন।

পরবর্তীতে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সাথে যোগাযোগ করলে, টিমের সদস্য মোঃ রাজু আহমেদ সেখানে উপস্থিত হন এবং সাপের বাচ্চাগুলোকে উদ্ধার করেন।তিনি নিশ্চিত করেন এগুলো বিষধর খৈয়া গোখরার বাচ্চা। বছরের এসময় পাবনাসহ সারাদেশেই খৈয়া গোখরার বাচ্চা পাওয়া যায়।অনেকসময়ই লোকজন আতংকিত হয়ে,এদের মারতে গিয়ে নিজেরা কামড়ের শিকার হয়ে থাকেন।স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সাথে যোগাযোগ করলে তারা মানুষ এবং সাপ উভয়ের সুরক্ষা নিশ্চিত করে সাপ উদ্ধার এবং সেগুলোকে সঠিক পরিবেশে অবমুক্ত করে প্রকৃতির ভারসাম্য রক্ষায় কাজ করে।

স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ সারাদেশে সাপ ও অন্যান্য বণ্যপ্রাণী উদ্ধার এবং সাপ সম্পর্কে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
পাবনায় সকল থানায় রেসকিউ এর জন্য কল-০১৭৮০৯৩২৭১৭