পটুয়াখালী দুমকিতে আশ্রয়ন -২ প্রকল্পের ডিজাইনে অনিয়মের অভিযোগ
ওবায়দুর রহমান (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে আশ্রয়ন -২ প্রকল্পের ১৭ টি ঘর নির্মানে ডিজাইন বহির্ভূত হওয়ার আভিযোগ পাওয়া গেছে । জানাযায় ডিজাইনে ভুল করার কারণে ঘরগুলো ভেঙে নতুন করে নির্মানের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।
গত বৃহস্পতিবার উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের আবাসনে ঐ ঘরগুলো তদন্ত শেষে তিনি এ নির্দেশনা দেন।

পরে শনিবার থেকে এ ঘরগুলো ভাঙা শুরু করে উপজেলা প্রশাসন। এতে অনেকটা স্বস্তি ফিরেছে উপকারভোগীদের মাঝে।
পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, ডিজাউন বহির্ভূত হাওয়ায় ঘরগুলো ভেঙে পুন:নির্মান করার নিদের্শনা দেয়া হয়েছে।

এ বিষয়ে দুমিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান নির্মাণ শ্রমিকরা ঘরগুলোর ডিজাইনে ভুল করার কারনে ভেঙে পুনরায় নিরমান করা হচ্ছে।