মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নে ছাগল চুরির ঘটনায় ইউপি সদস্য আলম মোল্যা ও জুবায়ের হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার(৩ আগষ্ট) উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামে ৫নং ওয়ার্ডে এমন ঘটনাটি ঘটে।
ছাগল চুরির ঘটনায় মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোসাঃ পারুল বেগম স্বামী, মনজু মোল্যা একই এলাকার বাসিন্দা মেম্বার মো. আলম শেখের সাথে পূর্ব বিরোধ চলছিলো।
অভিযোগকারী পারুল বেগম জানান, আমি এবং আমার ছেলে পারভেজ সকাল ৯ টায় ফরিদপুর বিজ্ঞ আদালতে হাজিরা দিয়ে দুপুরে বাড়িতে এসে দেখি আমার ছাগল নেই পরে অনেক খোঁজখুজি করি, পরে জামালপুর হাটে যেয়ে দেখি আমার বকরি ছাগল ব্যাপারী এরশাদ ক্রয় করছে মেম্বার আলম শেখের কাছ থেকে, পরে মধুখালী থানা পুলিশের সহযোগিতায় ছাগলটি উদ্ধার করি এবং থানায় মামলা করি। মধুখালী থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ছাগল চুরির ঘটনায় তদন্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আমরা আসামিকে আটক করতে সক্ষম হয়েছি এবং বিজ্ঞ আদালতে আসামীদের প্রেরণ করা হয়েছে।