মধুখালীত বিধবা নারীর ওপর হামলা
শাহজাহান হেলাল , ৪ সপ্টম্বর রাববারঃ ফরিদপুরর মধুখালী উপজলার বাগাট ইউনিয়নর বাগাট মুন্সীপাড়া গ্রাম বাড়ী উচ্ছেদের উদ্দশ্য মতে শরিফুল ফকিরের স্ত্রী অসহায় আরজিনার ওপর হামলা করছ পারভজ ফকিরসহ তার দল। হামলায় গুরুতর আহত হয়েছেন।
আহত আরজিনার ছল হাসিব ফকির বাদী হয় মধুখালী থানায় লিখিত অভিযাগ সুত্র জানা গছ দুই বছর পূর্ব আরজিনার স্বামী শরিফুল ফকির মৃত্যু বরন করেন । স্বামীর মৃত্যুতে অসহায় হয়ে পরেন ।স্বামীর বাড়ীত থাকতই তিনি বেশী পছদ করন।তার প্রতিবেশীরা চান তাকে সরাতে উচ্ছেদ করতে পারলে বাড়ীর জমিটুকু দখল নেওয়া যাবে। তারই আলোকে ৩ সেপ্টম্বর শনিবার রাত ৮টার দিক বাড়ীত আরজিনা একা অবস্হান করায় প্রতি প্রতিবেশীরা উদ্দশ্য প্রনদিত আরজিনার সাথ বিবাদ জরিয়ে পরে। প্রতিবেশীরা পারভজ ফকির,কুটিমনি ফকির,উষা বগম.শাত্মা বগম, নার্গিস বগম দশীয় অস্ত্রসস্ত্র নিয় হামলা করন। হামলায় আরজিনার মাথা ফট যায়। মধুখালী সদর হাসপাতাল মাথায় সলাইসহ চিকিৎসা নিয় বাড়ীত গল রাত ১২টার দিক পারভজ ঘরর মধ্য হত্যার উদ্দশ্য দুহাত দিয় আরজিনার গলা চপ শ্বাসরাধ কর হত্যার চষ্টা করন। তার শ্বশুর হামদ ফকির পারভজর হাত থেকে তাকে রক্ষা করন। সে মধুখালী সদর হাসপাতাল চিকিৎসাধনি আছন।
এবিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঃ শহিদুল ইসলামর কাছ জানত চাইল তিনি বলন অভিযাগপত্র দখিয়া প্রয়াজনীয় আইনী ব্যবস্হা গ্রহন করা হবে।