ফরিদপুর চিনিকলে এসটিপি পদ্ধতিতে আখ রোপন উদ্বোধন

হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে চলতি ২০২২-২০২৩ আখ রোপন মৌসুমে এসটিপি পদ্ধতিতে আখ রোপন শুরু হয়েছে। সোমবার সকাল ৮ টায় চিনিকলের মিলসগেট সাবজোনের ৬ নং ইউনিটের মো. আবুল কালাম আজাদের জমিতে রোপনের উদ্বোধন করেন চিনিকরের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মুহাম্মদ খবির উদ্দিন মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, ব্যবস্থাপক প্রবীর মল্লিক, উপব্যবস্থাপক ইমরুল হাসান, কানিজ ফাতেমা রোকসানা,সহ ব্যভস্থাপক(সম্প্র) রকিবুল হক,এসএসিডিও মেহেদী হাসান,মাসুদুর রহমান ,শ্রমজীবী ইউনিয়নের সহ সাধারন সম্পাদক মো. শাহিন মিয়া,অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, আখচাষী আবুল কালাম আজাদ, লিয়াকত সেখ,সিডিএ মনিরুজ্জামান, সুজিত বিশ্বাস, হাসিম আল জায়িদ,আবুল কালাম আজাদ,শাহিন মাহমুদ প্রমুখ। রোপন উদ্বোধন শেষে মেনাজাত করা হয়।