তারাগঞ্জে  এক কিলোমিটারের মধ্যে সাতদিনে সাতটি চুরি আতংকিত সাধারণ জনগণ

রংপুর প্রতিনিধি
মোঃ শরীফ মেহেদী হাসান

 

তারাগঞ্জ থানার আশেপাশে বসবাসকারী সাধারণ জনগণের বসত বাড়িতে দিনেদুপুরে চুরি হচ্ছে, বিগত সাত দিনের পাঁচটি বাড়ি ও দুটি দোকানে চুরির ঘটনা ঘটে, বুড়িরহাট দাখিল মাদ্রাসার আক্কাস আলী( ভারপ্রাপ্ত সুপার) তার থানাপাড়ার ভাড়া বাড়িতে গত ২৬শে জানুয়ারি বৃহস্পতিবার রাতে তার বাড়ির সম্পূর্ণতার বৈদ্যুতিক ও ব্যবহৃত ক্যাবল চুরি করে নিয়ে যায়, একেই রাতে পাশের বাড়ীর হাঁড়ি তার চুরি হয়, কিছু দিন আগে একেই গলিতে মাসুদ রানা বিশিষ্ট ব্যবসায়ী তার বাড়িতে কারেন্টের ফ্যান, চার্জার ফ্যান,চার্জার লাইট,মোবাইল চার্জার ও অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল চুরি হয়,এর কয়েকদিন আগে তারাগঞ্জ থানা পাড়া জুয়েল মাস্টারের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়, এখানেও অ্যালমনিয়ামের হাড়ি পাতিল বৈদ্যুতিক তার পেসার কুকার ইত্যাদি চুরি হয়,এর কিছু দিন আগে থানাপাড়ার শরীফের বাড়ি চুরি হয়,গ্যাসের চুলা টেলিভিশন হাড়ি পাতিল এবং কি চাল ও একযোগে চুরি হয়, কিছু দিন আগে তারাগঞ্জ বাজার কিশোরগঞ্জ রোডে একটি লোহার দোকান চুরি হয়, দোকানের মালিক নাসিম বলেন তার প্রায় থেকে আট থেকে দশ হাজার টাকার মালালাম চুরি হয়, ২৬ তারিখ দিনগত রাতে নুর আমিন ট্রেডার্স কীটনাশকের দোকানে চুরি চলাকালীন সময়ে স্থানীয় নৈশপ্রহরী বিষয়টি বুঝতে পেরে থানায় সংবাদ দিলে নৈশ প্রহরী ও পুলিশের সহায়তায় একটি চোর গ্রেফতার হয়,এভাবে দিনে দিনে বেড়ে চলেছে চুরির বিষয়গুলো,
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠো মুঠো যোগাযোগ করলে তিনি বলেন একটু ব্যস্ত আছি অফিসে আসেন পরে কথা বলব, বিষয়টি নিয়ে এডিশনাল এসপি বি সার্কেল এর সাথে কথা বললে তিনি বলেন প্রধানমন্ত্রী ডিউটি তে এসেছি ব্যস্ত আছি পরে কথা বলব,স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের অনেকাংশ মনে করতেছে পুলিশের গাফিলতির কারণে দিন দিন বাড়তেছে চুরির এই বিষয়টি,একজন পুলিশ সদস্য নাম প্রকাশ করতে অনিচ্ছুক তিনি জানায় সাধারণ জনগনের বাড়ি তো দূরের কথা, আরে ভাই আমারা যারা থানাপাড়া আশপাশে বাড়িতে ভাড়া থাকি আমাদের বাড়িতেও মাঝে মাঝে চুরি হয়, চুরির উৎপাতে থানা পাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকা দায়, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি মনে করছেন এসপি মহোদয়ের হস্তক্ষেপে ও উপজেলা নির্বাহি অফিসার মহাদয়ের চেষ্টায় এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে বলে তাদের ধারণা,