গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ এস আই হলেন মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ শেখ মোহাম্মদ ইমরান
গোপালগঞ্জ জেলার পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন মোঃ সাইফুল ইসলাম। সে জেলার কাশিয়ানী থানায় এসআই হিসেবে কর্মরত।
এ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা বিপিএম (সেবা) তাকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।
জেলা পুলিশ সুপারের অফিস সূত্র জানায়, ১৫সেপ্টেম্বর (সোমবার) বিকালে গোপালগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।
জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।
তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।