কাশিয়ানীতে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে দুইটি পরিবার

কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ শেখ মোঃ ইমরান

গোপালগঞ্জের কাশিয়ানীতে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে ২টি পরিবার। মঙ্গলবার (৭ই মার্চ) সন্ধা ৬টা ৩০মিনিটে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা (পূর্বপাড়া) গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকান্ডে সব হারিয়ে এখন পাগল প্রায় ওই দু’টি পরিবার। শুধু ঘরই নয় আগুনে পুড়ে ছাঁই দু’টি ফ্রিজ, টিভি প্রয়োজনীয় আসবাবপত্র, কাগজপত্র সহ কাইয়ুম শেখের উপার্জনের একমাত্র অবলম্বন অটোভ্যানটিও। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টার দিকে কাইয়ুম শেখের রান্নাঘরে আগুন লাগে এরপর একে একে বাড়ির আরও তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলেও পুড়ে ছাঁই হয়ে যায় ফ্রিজ,টিভি, অটোভ্যানসহ চারটি ঘরের আসবাবপত্র। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন ২ অসহায় পরিবার।

ক্ষতিগ্রস্ত কাইয়ুম শেখ বলেন, আগুনে সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। আমার এক মাত্র উপার্জনের উৎস অটোভ্যানটিও পুড়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।এখন মাথাগোঁজার ঠাই নাই। এভাবেই কান্নাজড়িত কন্ঠে অপর ক্ষতিগ্রস্ত আলঙ্গীর শেখ বলেন, আগুনে পুড়ে সব স্বপ্ন শেষ হয়ে গেছে। ছেলে মেয়ের লেখাপড়ার সার্টিফিকেট, জমিজমার কাগজ সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন অসহায়। ছেলেমেয়ে নিয়ে খোলা আকাশের নিচে আছি।

এ ব্যাপারে সাজাইল ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম সেলিম বলেন, অগ্নিকাণ্ডে দু’টি পরিবার মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ থেকে যা পারছি তাদের সাহায্য করছি। এক্ষেত্রে প্রশাসনের সহযোগীতা প্রয়োজন।