মধুখালীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্য জমে উঠেছে ঈদের বাজার ।
পবিত্র ঈদুল ফিতরের ঈদ আর মাত্র বাকী কয়েকটি দিন। সরোজমিনে মধুখালীর সদরে অবস্থিত মধুবন শপিং মল,কবির মার্কেটসহ কয়েকটি সপিং মার্কেট সহ ঘুরে দেখা গেছে ক্রেতাদের বেশ ভির। ব্যস্ত সময় পার করছেন দোকানীরা আবার ভিন্ন চিত্রও লক্ষ্য করা গেছে অলস সময় পার করছেন বেশকিছু, দোকানদার অপেক্ষায় ক্রেতার। কয়েকজন ক্রেতার সাথ কথা বলে তারা জানান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদর সদস্য সুরাইয়া সালাম বলেন তুলনা মৃলক ভাবে কাপড়ের দাম অনেক বেশী। তার পরও নিতে হচ্ছে কারন পরিবারের জন্য ক্রয় করতে আসছি খালি হাতে তো আর ফিড়ে যেতে পারি না দাম যাই হোক নিতে হবেই। কিছু ক্ষু্দ্দ ক্রেতাদের অনুভুতি জানতে চাইলে তারা জানান আমরা বাবা-মার সাথ মাার্কেট করতে আসছি । পছন্দের জামাকাপড় নিতে পেরে আমরা খুব খুশী। অপর দিকে বাটার শো রুমে বিক্রেতা মোঃ ফরিদ মিয়া জানান পোশাকের সাথে মিল করে সাধারনতঃ ক্রেতাগণ জুতা স্যান্ডেল ক্রয় করে । কারন এখনও বিক্রয় জমে উঠে নাই। তব ক্রেতার চাহিদা মতো জুতা স্যান্ডল মজুত আছে। জ্যাোতি ফ্যাশানের বিক্রেতা বিজন কুমার সাহা বলন এ ঈদ অর্ধ কাটি টাকা বিক্রয় হবে বলে আশা করছি, দাম যাই হাক বেচাকেনা খুব ভাল। রাকিব ফ্যাশানের স্বাত্তাধিকারী রাকিব হাসান বলেন দাম একটু বেশী হলেও বিক্রয় ভাল । আশা করছি এ বছর ঈদ লাভের মুখ দেখবো । আলীফ কসমিটিক এর স্বাত্তাধিকারী মোঃ তোফিক বিশ্বাস বলেন সাধারনত ক্রতাগণ ঈদর সর্বশষ কেনাকাটা আমাদর এখানই শেষ করেন পছন্দের কসমেটিক ক্রয় করে। সে তুলনাই আমাদর বেচাকেনা ভাল। শেষ মুহুর্তে বেচাকেনা আরো ভাল হবে বলে আশা করছি।