ফরিদপুরে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানো নিষেধ

ফরিদপুর প্রতিনিধিঃ মাহমুদুল হাসান আরিফ

ফরিদপুরে ঈদের তিনদিন রাস্তার মোড়ে মোড়ে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো নিষেধ করা হয়েছে।কেউ আইন অমান্য করলে এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

রবিবার (২৫ জুন) রাত দশটার দিকে ফরিদপুরের 
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে পবিত্র ঈদ-উল-আজহার আগের দিন, ঈদ-উল-আজহার
দিন এবং পরের দিন রাস্তার মোড়ে মোড়ে উচ্চশব্দে সাউন্ড বক্স, লাউড স্পীকার বাজানো, অশ্লীলভাবে নাচ-গান করা, আতশবাজি ফোটানো, পটকা ক্রয়-বিক্রয়, পোড়ানোসহ সকল ধরনের অসামাজিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলা হয় গণবিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, গত ঈদ-উল ফিতরের দিন শৃঙ্খলা রাখতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও ঈদ-উল আজহার তিনদিন এ ব্যবস্থা নেওয়া হবে।