গত ১৫ তারিখ রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে কাদিরদী বাজারে ভয়াবহ আগুন লাগে আগুনে পুড়ে যাই ঘরবাড়িসহ কয়েকটি দোকান। আগুনের খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও বোয়ালমারী ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।দোকান মালিকের ভাষ্যমতে তাদের ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা।এই ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে এবং বিপদে পাশে থাকতে সাহায্যের হাত বাড়ান সাবেক সংসদ সদস্য জনাব জননেতা আব্দুর রহমান।১৫ তারিখ বিকালে ফরিদপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও বিপ্লবী সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের নেতৃত্বে কাদিরদী বাজারে এসে পৌঁছায় এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং নগদ অর্থ সহযোগিতা করেন জননেতা আব্দুর রহমান এর পক্ষে। অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রেজাউল হক বকু।মধুখালী উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ রবিন মোল্লা। বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত । কাদিরদী বাজার সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক মিন্টু মিয়া সহ আরো অনেকে।