বদরগঞ্জ শাহাপুর মাঠে জাতীয় পার্টির উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা

বিশেষ প্রতিনিধি
মো: শরিফ মেহেদী হাসান।

 

আগামীকাল শুক্রবার সকাল ৮টায় শেষ হচ্ছে সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা। ফলে আজ বৃহস্পতিবার প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া বিভিন্ন আসনের প্রার্থী ও সমর্থকরা। নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আজই শেষ জনসভা করবেন। এরেই ধারাবাহিকতায় বদরগঞ্জ শাহপুর মাঠ প্রাঙ্গণে বদরগঞ্জ জাতীয় পার্টির উদ্যোগে এক বিশাল নির্বাচনী পথসভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, জাতীয় পার্টির আহবায়ক বদরগঞ্জ উপজেলা,
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসনটি অলংকৃত করেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান নাঙ্গল এর প্রার্থী আলহাজ্ব আনিসুল ইসলাম মন্ডল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রানা সরকার সদস্য সচিব বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, মশিয়ার মন্ডল বিশিষ্ট ঠিকাদার পানি উন্নয়ন বোর্ড, প্রধান উপদেষ্টা আলহাজ্ব আনিসুল ইসলাম মন্ডল,নির্বাচন সমন্বয়কারী তারাগঞ্জ, মো: রনি মো: জনি, মো: মশিউর, মো:ওবায়দুল ইসলাম,
মোঃ শওকত আলী,উপস্থিত ছিলেন তারাগঞ্জ জাতীয় পার্টির আহবায়ক
শাহিনুর ইসলাম মার্শাল,
সদস্য সচিব তুহিনুর ইসলাম তুহিন, কাজী যিকরুল হক, অধ্যক্ষ আনিস প্রিন্সিপাল,
আজাহারুল ইসলাম, জুয়েল,সুবেল,মেহেদী সহ আরো অনেকে,এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন বজলুর হোসেন বুলেট, অনুষ্ঠানের বক্তারা আনিসুল ইসলাম মন্ডলের বিগত দিনের উন্নয়নের ফিরস্তি তুলে ধরে ৭ তারিখে নাঙ্গল মার্কায় ভোট আহ্বান করেন।নাঙ্গলের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আনিসুল ইসলাম মন্ডল বলেন আপনারা আমাকে ৭ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করলে, আমি যদি মহান সংসদে যেতে পারি ইনশাআল্লাহ বদরগঞ্জ একটি বাইপাস সড়ক নির্মাণ করব, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করব, মাদকের হাত থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে একটি স্টুডিয়াম পুনর নির্মাণ করব, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব,শ্যামপুর বন্ধ চিনিকলটি চালু করার আপ্রাণ চেষ্টা করব। লালদীঘিতে একটি সাফ থানা নির্মাণের চেষ্টা করব,রাস্তাঘাট, ব্রিজ, মসজিদ, মন্দির, স্কুলের অবকাঠামো উন্নয়ন করব,
আপনাদের ভোটে আমি এমপি হলে তারাগঞ্জ কে পৌরসভা করব ইনশাআল্লাহ,তারাগঞ্জে একাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করব, চেষ্টা করব তারাগঞ্জ বদরগঞ্জ এর যেকোনো একটি জায়গাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে, তারাগঞ্জে বহুতল মার্কেটের ব্যবস্থা করব।
তারাগঞ্জ ড্রেনেজ ব্যবস্থা আরো উন্নত করব, তারাগঞ্জের ৫০ শয্যা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতি করণ করব। তারাগঞ্জ বদরগঞ্জ উপজেলাকে একটি মডেল ও ডিজিটাল উপজেলা গড়ার লক্ষ্যে যা যা করণীয় আমি করবো ইনশাআল্লাহ, সরকারিভাবে বিদেশে যে লোক নেয়া হয় চেষ্টা করব তারাগঞ্জ বদরগঞ্জের বেকার শিক্ষিত যুবকদের সরকারি ভাবে বিদেশে পাঠাতে, যাতে তারা নিজের ভাগ্যের ও পরিবারের আর্থিক পরিবর্তন ঘটাতে পারে, ৭ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে মহান সংসদে যেতে পারি আমি আমার কথা রাখবো ইনশাআল্লাহ, তিনি আরো বলেন নাঙ্গল এই মঙ্গল, নাঙ্গল এই আমাদের ভাগ্য পরিবর্তনের মার্কা, তাই
৭ তারিখে সারাদিন নাঙ্গল মার্কায় ভোট দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বদরগঞ্জের সাধারণ জনসাধারণ, উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় ও জেলা সাংবাদিকবৃন্দ।