কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন।
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।
কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় কতৃর্ক আয়োজিত, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন, গত ২৩ জুলাই কালীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে উক্ত সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহ (২৩ – ২৯ জুলাই) উদযাপন এর প্রতিপাদ্য বিষয় ” নিরাপদ মাছে ভরবো দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এর উপর ব্যাপক আলোকপাত করে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। লিখিত বক্তব্য পাঠ করেন, কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন।লিখিত বক্তব্যের উপর সাংবাদিকরা প্রস্ন করলে,উপজেলা মৎস্য কর্মকর্তা উওর দেন।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হবার দুই বছর পরে কুমিল্লায় এক জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ” এ মর্মে ঘোষনা দেন। আজ বাংলাদেশে তৈরী পোশাক শিল্পের মতই মৎস্য ও মৎস্যজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। শুধু তাই নয় গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ যোগান দেয় মাছ।
সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ উদযাপনের তারিখ ও কর্মসূচি হলো – ১ম দিন ২৩ জুলাই -সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন, ২য় দিন ২৪ জুলাই – বর্নাঢ় রালী,পোনা মাছ অবমুক্তকরন,মৎস্য চাষ সম্প্রসারন ও সংরক্ষন এবং আত্ম – কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি,মৎস্যচাষী,মৎস্যজীবি,শিক্ষক,মাছ ব্যবসায়ী,সরকারী – বেসরকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তা – কর্মচারীগন,মিডিয়া ব্যাক্তি বর্গের অংশ আলোচনা সভা, ৩য় দিন ২৫ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, ৪র্থ দিন ২৬ জুলাই অরৈধ জালের বিরুদ্ধে মোবাইল র্কোট অভিযান পরিচালনা, ৫ম দিন ২৭ জুলাই উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান,পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রর্দশন,৬ ষ্ঠ দিন ২৮ জুলাই সুফল ভোগীদের প্রশিক্ষন/বিভিন্ন উপকরন বিতরন (বৈধ জাল,এআইজি,বিকল্প কর্মসংস্থানের উপকরন মৎস্য খাদ্য, উপাদন উপকরন ইত্যাদি)। ৭ম দিন ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জানা গেছে বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। তবে পরিবেশ পরিস্থিতির কারনে কালীগঞ্জ উপজেলায় মাছের চাহিদার চেয়ে ১ শ ৬৫ মেঃ টন মাছ উৎপাদনে ঘাটতি আছে। কালীগঞ্জে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত করার জন্য মাছ উৎপাদন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন, কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন।এ সময় অন্যানের মধ্যে কাকিনা উত্তর বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ এ এস এম মনওয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু, ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,মঞ্জুরুল ইসলাম,ফারুক হোসেন,হাসমত উল্লাহ,সহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট সিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।