মধুখালী, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে একটি ব্রীজ যেন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। ব্রীজটির মাঝখানে দীর্ঘদিন ধরে ভাঙন দেখা দিয়েছে। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই।
চার চাকার বড় ধরনের যানবাহন চলাচল রয়েছে বন্ধ। পায়ে হেঁটে অথবা ছোটখাটো যানবাহন চলাচল করলেও প্রতিদিনই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। ব্রীজটি এমন ভাঙনের ফলে চার চাকার যানবাহন নিয়ে প্রায় দশ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে।

উপজেলার বাগাট-নওপাড়া প্রধান সড়কের চর বাগাট এলাকায় একটি ব্রীজের আংশিক ভেঙে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বড় যানবাহন চলাচলের অনুপযোগী রয়েছে দীর্ঘদিন। ভোগান্তি হচ্ছে এ রাস্তায় চলাচলকারীদের।

এই অবস্থা দেখে মধুখালী উপজেলা ছাত্রলীগ কিছুটা সংস্করণের জন্য ইট ভাটার বালু খোয়া দিয়ে ব্রীজ সংস্করণ করে। সার্বিক ভাবে সহযোগিতা করে উপজেলার চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম মিয়া।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন মোল্লা চন্দনা ২৪ কে বলেন
জনগণের কথা চিন্তা করে আমাদের সাধ্যমত উপজেলা ছাত্রলীগ এর উদ্যোগে সংস্করণ এর কাজ করেছি।